লকডাউনের মধ‍্যেও বাঁকুড়ার কেন্দুপাতার ব‍্যবসায়ীরা সামাজিক দূরত্ব বজায় রেখেই ব‍্যবসায় সামিল

26th May 2020 বাঁকুড়া
লকডাউনের মধ‍্যেও বাঁকুড়ার  কেন্দুপাতার ব‍্যবসায়ীরা সামাজিক দূরত্ব বজায় রেখেই ব‍্যবসায় সামিল


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : দেশজুড়ে লকডাউন। সেই লকডাউনের চতুর্থ পর্যায়ের মধ্যে পা দিলাম আমরা। দীর্ঘ এই লক ডাউনে যখন একটা বড় অংশের প্রান্তিক মানুষের মন ভালো নেই কারোরই কারণ উপার্জন নেই ঠিকমতো সংসার চলছে না। ঠিক সেই পরিস্থিতিতে এক অন্য ছবি ধরা পড়লো বাঁকুড়ার পাত্রসায়ের, সোনামুখী, জয়পুর ব্লক এলাকার জঙ্গল লাগোয়া গ্রাম গুলিতে। বর্তমান পরিস্থিতিতেও এখানকার ৯-১০ টি গ্রামের মানুষ কেন্দু পাতার ব্যবসাকে অবলম্বন করে ভালোই আছেন। কারণ তাদের প্রধান জীবিকা বন থেকে কেন্দু পাতা অর্থাৎ বিড়ির পাতা সংগ্রহ করে তা বাইন্ডিং করে ছোট ব্যবসায়ীর হাতে তুলে দেন। আর তাতেই লকডাউন এর ভয়ংকর অনুভূতি এদের স্পর্শ করতে পারেনি। প্রতি দিন সকাল হলেই জঙ্গলে যাওয়া, সেখান থেকে কেন্দু পাতা সংগ্রহ করার পর বাড়িতে বসে সামাজিক দূরত্ব বজায় রেখে মাক্স পড়ে কেন পাতা বান্ডিং করা এদের নিত্যদিনের কাজ।





Others News

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা

মল্লরাজ ভূমিতে তোপধ্বনিতে অষ্টমীর সন্ধিক্ষণ : পুজো ঘিরে উন্মাদনা


দেবব্রত মন্ডল ( বাঁকুড়া ) : তোপধ্বনি তে কেঁপে উঠল বিষ্ণুপুর । শুরু হল মল্ল রাজাদের ১০২৫ বছরের অষ্টমী পূজোর সন্ধিক্ষণ।

প্রাচীণ ঐতিহ্য ও পরম্পরা মেনে আজও নিষ্ঠাভরে বিষ্ণুপুর রাজ বাড়িতে দেবী দুর্গা 'মৃন্ময়ী নামে পূজিতা হন। জানা গিয়েছে, পূর্ব প্রথা মতোই প্রাচীণ রীতি মেনে মহাষ্টমীর সন্ধিক্ষণে কামান দাগার মধ্য দিয়ে বিষ্ণুপুর রাজ বাড়িতে শুরু হয়ে গেল 'বড় ঠাকরুনে'র পুজো। তবে এবার করোনা পরিস্থিতির মধ্যেও দর্শক সাধারণের উপস্থিতি ছিল বাঁধভাঙ্গা। সরকারী নিয়মকে মান্যতা দিয়ে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে দেবী বন্দনা। এমনকি এখানে কামান দাগার পর্বেও অন্যান্য বছরের তুলনায় এ বছরে অল্প সংখ্যক লোককে নিয়ে ঐ কাজ সম্পূর্ণ করা হয়েছে।

শুরুর সময় থেকে অষ্টমীর সন্ধিক্ষণ ঘোষণা করা হয় বড় কামানের গর্জনের শব্দে। যার আওয়াজে রাজবাড়িতে আরতি নৃত্যও শুরু হয়ে যায়।